ইয়াবা ও অস্ত্র উদ্ধার

টেকনাফে বিজিবির গুলিতে মাদক কারবারী মামুন নিহত!

গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল :

টেকনাফ সীমান্তে বিজিবি ও মাদক কারবারীদের সাথে গোলাগুলির ঘটনায় এক মাদক কারবারী নিহত ও বিজিবির দুই সদস্য আহত হয়েছে। ঘটনাস্থল থেকে ১ লাখ ইয়াবা এবং দেশীয় তৈরী অস্ত্র উদ্ধার করা হয়েছে

টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি) জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি চৌকস আভিযানিক দল হোয়াইক্যং মিনাবাজার ও নয়াবাজার সংলগ্ন নাফনদী উপকুলীয় পয়েন্টে অভিযান পরিচালনা করলে মাদক কারবারিরা বিজিবিকে দেখে এলোপাতাড়ী গুলিবর্ষণ শুরু করে এবং মাদক কারবারীদের ছোঁড়া গুলিতে বিজিবির নায়েক সাজদার রহমান (৩৭) এবং ল্যান্স নায়েক মোস্তফা আলী (৩২) নামে দুই সদস্য আহত হলে এমতাবস্থায় বিজিবিও আত্মরক্ষার্থে গুলি ছুড়ে।

এক পর্যায়ে ২/৩জন কারবারী নাফনদীতে ঝাঁপ দিয়ে সাঁতরিয়ে পালিয়ে যায়। এরপর বিজিবির অভিযানিক দল ঘটনাস্থল তল্লাশী করে বস্তাভর্তী ১লাখ ইয়াবা, ১টি দেশীয় তৈরী ১টি লম্বা বন্দুক, ১টি গুলির খালি খোসা এবং গুলিবিদ্ধ অবস্থায় গুলিবিদ্ধ অজ্ঞাত এক মাদক কারবারীকে উদ্ধার করতে সক্ষম হয়।

বিজিবি সদস্যরা গুলিবিদ্ধ যুবককে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। তবে নিহত মাদক কারবারীর পরিচয় সনাক্ত করতে না পারলেও স্থানীয় জনগনের কাছ থেকে তথ্য নিয়ে জানা যায়, নিহত যুবকহোয়াইক্যং মিনা বাজার এলাকার আবু ছিদ্দিক’র পুত্র মো.মামুন (২৩)।

বিজিবি অধিনায়ক আরও বলেন, সংঘটিত এ ঘটনার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহন করার জন্য সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হবে বলে জানান তিনি।

আরও খবর