চট্টগ্রাম :
চট্টগ্রামের সীতাকুণ্ডে ১৪ হাজার ৫৩৫ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তারকৃতরা হল ফেনীর ধুমছালা এলাকার মাইনুদ্দিনের ছেলে মো. মহিন উদ্দিন প্রকাশ রনি (৩৩) ও কক্সবাজারের মো. আলীর ছেলে মো. মোকসেদ প্রকাশ স্বপন (৩৪)।
বুধবার (১০ নভেম্বর) বিকাল পৌনে ৩টায় উপজেলার বড় দারোগাহাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকালে সীতাকুণ্ডের বড় দারোগারহাট এলাকায় অভিযানে যায় র্যাব। এ সময় ঢাকামুখী একটি প্রাইভেটকারকে থামানোর সংকেত দিলে চালক গাড়িটি নিয়ে পালানোর চেষ্টা করে। এক পর্যায়ে ধাওয়া দিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়। পরে গাড়িটি তল্লাশি করে ১৪ হাজার ৫৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত এসব ইয়াবার আনুমানিক মূল্য ৪৩ লাখ টাকা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-