গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল :
টেকনাফে সড়ক দূর্ঘটনায় র্যাগ ডে পালনকারী দুই কলেজ শিক্ষার্থীর হাত-পা ভেঙ্গে গেছে।
সূত্রে জানাযায়, টেকনাফ কলেজে বিদায় অনুষ্টান (র্যাগ ডে) পালন শেষ করার পর ১০/১৫ জনের শিক্ষার্থী মোটর সাইকেল বহর নিয়ে মেরিন ড্রাইভ সড়কে ঘুরতে বের হয়। এরপর সড়ক দূর্ঘটনার শিকার হয় তিন শিক্ষার্থী। এর মধ্যে দুই জনের হাত-পা ভেঙ্গে গেছে।
তারা হলেন টেকনাফ সরকারী কলেজের এইচএসসি পরীক্ষার্থী ও সাবরাং এলাকার আব্দুস শুক্কুরের ছেলে ইফতেখার ইসলাম (১৯) ও আব্দুল গফুরের ছেলে মো.জাবেদ (২০)।
১১ নভেম্বর (বৃহস্পতিবার) বিকাল ৪টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিনড্রাইভ সড়কে এ দুর্ঘটনাটি সংঘটিত হয়। গুরুতর আহত দুই শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জুবাইর বলেন,মোটর সাইকেল দূর্ঘটনায় আহত হয়ে দুই শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে আসার পর তাদের দুইজনের হাত এবং পায়ের হাঁড় ভেঙ্গে গেছে।
দুইজনকে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-