বিশেষ প্রতিবেদক :
ডিজেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বাস ভাড়া বাড়ানোর ঘোষণায় ধর্মঘট প্রত্যাহার করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ২৭ শতাংশ ভাড়া বাড়ানোর পর রোববার সন্ধ্যায় কক্সবাজারসহ সারাদেশে এ ধর্মঘট প্রত্যাহার করা হয়।
আর ধর্মঘট প্রত্যাহার করার খবরে কক্সবাজারে সন্ধ্যা থেকে চলাচল করতে শুরু করেছে দুরপাল্লার বাস। এতে পর্যটন কেন্দ্রিক ব্যবসায়ীরা সহ জনমনে স্বস্তি বিরাজ করছে।
কক্সবাজার সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ও শ্যামলী পরিবহনের ইনচার্জ শামীম বলেন,বিআরটিএর ঘোষণার পর সন্ধ্যা থেকেই কক্সবাজারে বাস চলাচল করার অনুমতি দেওয়া হয়েছে। ‘সোমবার থেকেই বর্ধিত ভাড়া কার্যকর হবে। এর ফলে কক্সবাজার-ঢাকা রুটে গুনতে হবে বাড়তি ভাড়া।
তিনি জানান,ধর্মঘটের আগে যেখানে কক্সবাজার থেকে রাজধানী ঢাকা (৪২০ কিলোমিটার) যেতে ননএসিতে নেয়া হতো ৮০০ টাকা। সেখানে নতুন নিয়মে কিলোমিটার প্রতি ১ টাকা ৮০ পয়সা বৃদ্ধিতে ভাড়া পড়বে ৯৫০ টাকা। সাধারণ মানের এসিতে নেয়া হতো ১০০০ টাকা সেখানে নতুন নিয়মে পড়বে ১২০০ টাকা।
এছাড়া কক্সবাজার-চট্রগ্রাম রুটেও বেড়েছে বাস ভাড়া। আগে নন-এসি বাস ভাড়া ২৫০ ও সাধারণ এসি ৪০০ টাকা হলেও, তা এখন বেড়ে ৩২৫ টাকা ও ৪৮০ টাকা।
জানা যায়,জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে শুক্রবার (৫ নভেম্বর) সকাল ৬টা থেকে কক্সবাজার সহ সারাদেশে ৪৮ ঘণ্টার বাস-ট্রাক ধর্মঘট শুরু করে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত বিভিন্ন পরিবহন মালিক সমিতি। পরে সেই ধর্মঘটের সময় বাড়ানো হয় ৭২ ঘণ্টা- অর্থাৎ রোববার মধ্যরাত পর্যন্ত।
এদিকে, কক্সবাজারে ৩ দিনের ধর্মঘটে জেলা জুড়ে যাত্রী সাধারণকে চরম ভোগান্তি পোহাতে হয়। এ কারণে ৬ নভেম্বর রাত ৮ টা থেকে ১২ নভেম্বর সকাল ১১ টা পর্যন্ত ৭ টি বাসে ২৮৮ জন পর্যটককে পুলিশ চট্টগ্রামে পৌঁছিয়ে দিয়েছে।
রোববার দেখা যায়,জেলার আঞ্চলিক সড়কগুলোতে গণপরিবহণ না পেয়ে বিকল্প ব্যবস্থায় যানবাহনে ভেঙে ভেঙে গন্তব্যে যেতে বাধ্য হন যাত্রীরা। গুণতে হয় কয়েকগুণ বেশি ভাড়া। রোববার সরকারি-বেসরকারি অফিস আদালত খোলা থাকায় আরও বেশী ভোগান্তি পোহাতে হয় সাধারণ মানুষকে।
এদিকে রোববার (৭ নভেম্বর) দুপুরের পর শহরের বাস টার্মিনাল, লিংকরোড সড়ক ঘুরে যাত্রীদের ভোগান্তির চিত্র দেখা যায়। জরুরি প্রয়োজনে অনেকেই বিকল্প হিসেবে সিএনজি, অটোরিকাশ, মাইক্রোবাস, প্রাইভেটকার সহ অন্যান্য ছোট পরিবহন ব্যবহার করেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-