মহেশখালীর ক্রাইমজোনে ফের খুন, বাড়িঘরে আগুন

গাজী মোহাম্মদ আবু তাহের, মহেশখালী :

মহেশখালীর কালামারছড়া ছামিরা ঘোনা এলাকায়  আলাউদ্দিন নামের এক ব্যাক্তিকে এলোপাথাড়ি কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা।

৫ নভেম্বর (শুক্রবার) রাত ৮টার দিকে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে মোহাম্মদ শাহ ঘোনার মোহাম্মদ লেদু’র পুত্র আলাউদ্দিনকে নোনাছড়ি ব্রিজে গাড়ি থেকে নামিয়ে এলোপাথাড়ি কুপিয়ে মারাত্মক আহত করেছে স্থানীয় দুর্বৃত্তরা।

ঘটনাস্থল থেকে আলাউদ্দিনকে উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম নেওয়ার পথে চকরিয়া দরবেশ কাটায় সে মারা গেছে বলে নিহতের আত্মীয় স্বজনরা জানিয়েছেন।

এ ঘটনার পরে কালামারছড়া ছামিরা ঘোনা এলাকায় প্রতিপক্ষের বসতবাড়িতে আগুন জ্বলছে বলে জানিয়েছেন এলাকাবাসীরা।

খবর পেয়ে মহেশখালী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গেছেন।

উক্ত বিষয়ে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল হাই এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, রাত ৮টার পরে কালামারছড়ায় আলাউদ্দিন নামের এক ব্যাক্তিকে দুর্বৃত্তরা এলোপাথাড়ি কুপিয়ে খুন করেছে বলে খবর পেয়েছি।

বর্তমানে মহেশখালী থানা পুলিশ ঘটনাস্থলে আছে এবং দুর্বৃত্তদের প্রেপ্তার ও এলাকার শান্তি শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের অভিযান চলমান আছে।

আরও খবর