ডেস্ক রিপোর্ট •
নরসিংদীর সদর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন কেন্দ্র করে নৌকা প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোরে উপজেলার আলোকবালীতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়দের বরাত দিয়ে সদর মডেল থানার ওসি মো. সাওগাতুল আলম জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচন কেন্দ্র করে ভোরে বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ প্রার্থী দীপু ও বিদ্রোহী প্রার্থী অ্যাডভোকেট আসাদুল্লাহ গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়।
পরে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়। নিহতদের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-