টেকনাফে বস্তাভর্তী বিদেশী মদ নিয়ে উখিয়ার যুবকসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক •

বস্তায় মিলল ৪৮টি বোতলে বিদেশি মদ, আটক দুই
কক্সবাজারের টেকনাফ থেকে বিদেশি মদ (হুইস্কি) নিয়ে দুই যুবককে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।

সোমবার (১ নভেম্বর) সন্ধ্যা ৬ টায় এক মেইল বার্তায় বিষয়টি জানান র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।

আটকরা হলেন- টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের গীলাতলী এলাকার দীল মোহাম্মদের ছেলে মো. রফিকুল ইসলাম (২২) ও উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের হাকিমপাড়া এলাকার নুর হোসেনের ছেলে তোফায়েল উদ্দিন বাপ্পি (১৯)।

অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী জানান, সোমবার দুপুর ১২ টার দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের দক্ষিণ বরইতলী গ্রামের বায়তুল রহমান মসজিদের গেইটের সামনের রাস্তার পাশ থেকে তাদের আটক করা হয়েছে।

আটকের পর তাদের সাথে থাকা একটি বস্তা তল্লাশি চালানো হয়। এসময় ৪৮টি বোতলে বিদেশি মদ পাওয়া যায়। আটক দুই যুবককে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও খবর