নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন ইউনিয়নের সি বীচ সংলগ্ন কেয়া বাগানে তল্লাশি চালিয়ে প্রায় সাড়ে ২৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।
শুক্রবার ভোররাতে এ ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ২-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি)।
তিনি জানান, পরিত্যক্ত অবস্থায় একটি প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে ২৮ হাজার ৪৮৫ পিস ইয়াবা পাওয়া যায়। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-