উখিয়ায় সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে গোখাদ্য বিতরণ

মোহাম্মদ ইব্রাহিম মোস্তফা, উখিয়া •

কক্সবাজারের উখিয়ায় সমতল ভূমিতে বসবাসরত ১৬ জন ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠির দরিদ্র ও অসহায় দুস্থদের মাঝে ১০০ কেজি করে গোখাদ্য বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৬ অক্টোবর) সকালে উপজেলা প্রাণীসম্পদ অফিসে এই গোখাদ্য বিতরণ করা হয়। খাদ্য কার্যক্রমের তদারকি করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোহাম্মদ শাহব উদ্দিন৷

মাদারবনিয়া এলাকার ওসিমং চাকমা গোখাদ্য পেয়ে বলেন, গরু পাওয়ার পর এবার ১০০ কেজি করে গোখাদ্য পেয়েছি। উপজেলা প্রাণিসম্পদের প্রতি কৃতজ্ঞ।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোহাম্মদ শাহব উদ্দিন বলেন, গত সাত মাস পূর্বে ১টি করে গাভী ক্রয় করে প্রদান করা হয়েছিল। তারা সবাই রাজাপালং ও পালংখালী ইউনিয়নের মোছার খোলা, তেল খোলা ও মাদারবনিয়া এলাকার।
তিনি আরও বলেন, উপজেলা প্রাণিসম্পদের মাধ্যমে আমরা তাদের প্রশিক্ষণের পাশাপাশি চিকিৎসা সেবাও দিয়ে যাচ্ছি। আমাদের মাঠকর্মীরা নিয়মিত তদারকি করে থাকেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ড. প্রবীর দেব, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা দিদারুল আলম চৌধুরী ও জাহাঙ্গীর আলম, ফয়েজ উল্লাহ, আবুল কাশেম, মোহাম্মদ তৌহিদুল ইসলাম সহ প্রমুখ।

আরও খবর