ডেস্ক রিপোর্ট •
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পের পরিস্থিতি পর্যবেক্ষণ এবং বাংলাদেশের সাথে সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনার জন্য মানবিক সহায়তা ও সঙ্কট ব্যবস্থাপনা বিষয়ক ইউরোপীয় কমিশনার জেনিজ লিনারসিস তিনদিনের সফরে মঙ্গলবার ঢাকা আসছেন।
সফরকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাত এবং সরকারের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন। দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি দেখতে তিনি কক্সবাজার ছাড়াও ঢাকা ও আশেপাশের এলাকা পরিদর্শন করবেন।
ইউরোপীয়ান সিভিল প্রটেকশন এন্ড হিউম্যানেটেরিয়ান এইড (ইসিএইচও) চলতি বছর এ পর্যন্ত বাংলাদেশকে তিন কোটি ইউরো সহায়তা দিয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-