সংবাদ বিজ্ঞপ্তি •
আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য কক্সবাজার সদর, রামু ও উখিয়া উপজেলার ২১ টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে যারা বিদ্রোহী প্রার্থী হয়েছেন তাদের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের সমর্থনে দলীয় সিদ্ধান্ত মেনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর নির্দেশ প্রদান করেছেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডঃ ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, বিদ্রোহী প্রার্থীরা দলীয় সিদ্ধান্ত মেনে নির্বাচন থেকে সরে দাঁড়াবেন। অন্যথায় তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-