নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজারের উখিয়ায় ৬ হাজার ৮শ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
গত ২৩ (অক্টোবর) শনিবার বেলা ১২টায় তাকে আটক করা হয়। আটক মাদক কারবারি উপজেলার টাইপালং এলাকার উয়ালাপালং এলাকার আমিন শরিফের ছেলে আবদুস সালাম।
সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থানা পুলিশের আভিযানিক দল অভিযান পরিচালনা করে উপজেলার ব্যস্ততম কোটবাজার দক্ষিণ স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়। পরবর্তীতে তার হাতে থাকা ব্যাগ তল্লাশি করে ৬ হাজার ৮শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ সঞ্জুর মোরশেদ।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-