নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অবস্থিত ‘দারুল উলুম নাদওয়াতুল ওলামা আল-ইসলামিয়াহ’ মাদ্রাসায় রোহিঙ্গা সন্ত্রাসীদের হামলায় ছয়জন নিহতের ঘটনায় এই পর্যন্ত ৮ জনকে আটক করেছে এপিবিএন।
শুক্রবার (২২ অক্টোবর) রাতে রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন এপিবিএন-৮- এর অধিনায়ক পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সিহাব কায়সার খান।
প্রসঙ্গত, শুক্রবার ভোরে সন্ত্রাসী হামলার পর একটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ জসিম নামের এক রোহিঙ্গাকে আটক করা হয়। তবে তার নামপরিচয় জানা যায় নি।
এর আগে বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৩টায় উখিয়ার বালুখালীর ১৮ নম্বর ক্যাম্পের এইচ-৫২ ব্লকে দারুল উলুম নাদওয়াতুল ওলামা আল-ইসলামিয়াহ মাদ্রাসায় রোহিঙ্গা দুষ্কৃতিকারীরা হামলা চালায়। এ হামলায় মাদ্রাসায় অবস্থানরত ৬ জন রোহিঙ্গা নিহত হন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-