প্রধানমন্ত্রী যতদিন থাকবে কৃষক ও বাংলার মানুষের উন্নয়ন হবে -সাবেক এমপি বদি

টেকনাফ প্রতিনিধি :

‘কৃষক বাঁচাও, দেশ বাঁচাও’ এই শ্লোগানকে সামনে রেখে ২১ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বাংলাদেশ কৃষক লীগ টেকনাফ পৌর শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

টেকনাফ পৌর কৃষকলীগ সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক সৈয়দ আলম এর সভাপতিত্বে ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মোহাম্মদ ইউনুছ এর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক জাতীয় পরিষদ সদস্য এম এ হাসেম। এর আগে সম্মেলনের উদ্বোধন করেন টেকনাফ উপজেলা কৃষক লীগের আহবায়ক এবিএম আবুল হোসেন রাজু।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কৃষক লীগ কক্সবাজার মডেল জেলার সমন্বয়কারী টেকনাফ উপজেলার যুগ্ন সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম বাহাদুর, উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক আমান উল্লাহ আমান, জাহেদ হোসেন সম্রাট, পৌর যুবলীগের আহবায়ক তোয়াক্কুল হোসেন চৌধুরী। এ সময় বিভিন্ন ইউনিয়ন ও পৌর সভার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক সাংসদ আব্দুর রহমান বদি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন থাকবে কৃষক এবং বাংলার মানুষের উন্নয়ন হবে। প্রধানমন্ত্রীর তরফ থেকে রোহিঙ্গা অধ্যুষিত এলাকা হওয়ায় ক্ষতিগ্রস্ত গরীব মানুষের জন্য প্রতিমাসে ৩০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হচ্ছে।

এসময় কৃষকলীগের নেতৃবৃন্দদের উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা পদবী নিবেন, সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়ন প্রচার করবেন। যদি প্রচার করেন তাহলে বাংলাদেশে কোনো অশুদ্ধ লোক রাজনৈতি চর্চা করার সুযোগ পাবে বলে মনে করিনা। তিনি সবাইকে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে জোড়ে থাকার আহবান জানান।

উক্ত সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় সৈয়দ আলমকে সভাপতি ঘোষণা করা হলেও রিপোর্ট লিখা পর্যন্ত সাধারণ সম্পাদকের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

আরও খবর