ফেসবুক লাইভে স্ত্রীকে কুপিয়ে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

অনলাইন ডেস্ক •


ফেনী শহরের বারাহিপুর এলাকায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এসে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে আসামি ওবায়দুল হক টুটুলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এ সময় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুরে ফেনীর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বেগম জেবুন্নেছা এই রায় দেন। এ তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী হাফেজ আহমদ।

জানা গেছে, ২০২০ সালের ১৫ এপ্রিল এই ঘটনা ঘটে। ফেনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বারাহিপুর এলাকার টুটুল এবং কুমিল্লার চৌদ্দগ্রামের তাহমিনার বিয়ে হয় প্রায় ৫ বছর আগে। তাদের একমাত্র সন্তানের বয়স (ঘটনার সময় ছিল) দেড় বছর। ঘটনার দিন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে টুটুল জানান, পারিবারিক অশান্তির কারণে তিনি স্ত্রীকে খুন করছেন। শিশুকন্যাকে দেখভালের জন্য তিনি সবার কাছে অনুরোধ করেন। একই সঙ্গে খুনের ঘটনার জন্য মাফও চান।

এই মামলার বাদীপক্ষের আইনজীবী শাহজাহান সাজু বলেন, এ রায়ের মধ্য দিয়ে দৃষ্টান্ত স্থাপন হয়েছে। আমরা সুবিচার পেয়েছি। মাত্র ৬০ কার্যদিবসে এই হত্যার বিচার হয়।

আরও খবর