বাঁশখালী সংবাদদাতা :
চট্টগ্রামের বাঁশখালীতে পুকুরে ডুবে মা-ছেলের মৃত্যু হয়েছে। বুধবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলার পুঁইছড়ি ইউনিয়নে ৩ নম্বর পণ্ডিতকাটা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পণ্ডিতকাটা এলাকার মো. বেলালের স্ত্রী মাশরুকা বেগম (২৫) ও তার ছেলে বোরহান উদ্দীন (১৪ মাস)।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় চৌকিদার নুরুল হক বলেন, ‘সকালে ছেলেটি উঠানে মলত্যাগ করে। ছেলেকে পরিষ্কার করার জন্য মা মাশরুকা বেগম পুকুর ঘাটে নিয়ে যায়। এ সময় হঠাৎ হাত থেকে শিশুটি পানিতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে ছেলেকে বাঁচাতে মাও পানিতে ঝাঁপ দেয়। সাঁতার কাটতে না পারায় এক পর্যায়ে মাও পানিতে ডুবে যায়।
পুঁইছড়ির প্যানেল চেয়ারম্যান মোছাম্মৎ তানজীম বলেন, শিশুটির দাদা বাইরে থেকে ঘরে এসে তার পুত্রবধূ ও নাতিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করে। এক পর্যায়ে পুকুরে নাতিকে ভাসতে দেখে পানিতে লাফ দিয়ে নাতিকে উদ্ধার করে। প্রায় ৩০ মিনিট পর ওই পুকুর থেকে তার পুত্রবধূ মাশরুকা বেগমকেও উদ্ধার করা হয়। দ্রুত তাদের পেকুয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-