উখিয়ায় র‍্যাব দেখে পালাচ্ছিল যুবক: মিললো ইয়াবা

কক্সবাজার জার্নাল রিপোর্ট •

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ৫ হাজার ৬শ পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫।

১৮ (অক্টোবর) সোমবার সকাল ৭টায় উপজেলার বালুখালী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

আটক যুবক পালংখালী ইউনিয়নের জামতলী এলাকার আবদুল হকের পুত্র মেহেদী হাসান (১৯)।

র‍্যাব-১৫ সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া এন্ড অপারেশন আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এ তথ্য নিশ্চিত করে কক্সবাজার জার্নালকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে ৫ হাজার ৬শ পিস ইয়াবাসহ তাকে আটক করে।

পরবর্তীতে আটক আসামীকে ব্যাপক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে কক্সবাজারের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে বলে স্বীকার করে।

এদিকে, আটক আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।

আরও খবর