ভিটামিনের কৌটায় ভরে ইয়াবা বিক্রি, ‘মাদক সম্রাট’ ধরা

চট্টগ্রাম •

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউপির চৌপল্লী গ্রামে ১৮শ’ ইয়াবাসহ লোকমান হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১১, সিপিসি-৩ এর কোম্পানি অধিনায়ক এডিশনাল এসপি খন্দকার মো. শামীম হোসেন।

গ্রেফতার লোকমান বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউপির চৌপল্লী গ্রামের তলবসেন বাড়ির মোবারক উল্যার ছেলে। তার বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর, চন্দ্রগঞ্জ ও নোয়াখালীর বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে।

র‌্যাব কর্মকর্তা শামীম হোসেন জানান, রোববার রাতে নিজ বাড়ির সামনে ইয়াবা বেচাকেনা করছেন লোকমান- এমন সংবাদে অভিযান চালায় র‌্যাব। এ সময় তাকে আটক করে সঙ্গে থাকা ছয়টি ভিটামিনের কৌটায় ১৮শ’ ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য তিন লাখ ১৫ হাজার টাকা। এছাড়া লোকমানের কাছ থেকে টাকা ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আরও খবর