ময়মনসিংহের ত্রিশালে দাঁড়িয়ে থাকা ড্রাম ট্রাকে বাসের ধাক্কায় একই পরিবারের চারজনসহ ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।
শনিবার দুপুর ৩টার দিকে ঐ উপজেলার চেলের ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় কমিউনিটি বেজড হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক উদ্ধারে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস।
ত্রিশাল থানার ওসি মাঈন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চেলের ঘাট এলাকায় ড্রাম ট্রাকটি দাঁড়িয়ে ছিল। ঐ সময় পেছন থেকে ঢাকাগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা বাসের যাত্রী ছিলেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-