দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা চলছে: কাদের

কক্সবাজার জার্নাল ডেস্ক:

ফাইল ছবি

ওবায়দুল কাদের বলেন, যারা এসবে মদদ দিচ্ছে, সঠিক ও নিরপেক্ষ তদন্ত করে অপরাধী ও নেপথ্যের কুশীলবদের বিচারের আওতায় আনা হবে।

তিনি জানান, গেল ১২ বছরে দেশে দুর্গাপূজায় কোন ধরনের সহিংসতা বা সমস্যা হয়নি। তবে এবারের সহিংসতা কোনো সাম্প্রদায়িক অপশক্তির পরিকল্পিত অপকর্ম বলে মনে করেন তিনি। বলেন এই অপকর্মের সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না।

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা চলছে বলে মনে করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার (১৬ অক্টোবর) রাজবাড়ী জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

আরও খবর