গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল •
ভারতের প্রধান পেঁয়াজ উৎপাদনকারী এলাকা নাসিক ও ব্যাঙ্গালোরে অতিবৃষ্টির কারণে উৎপাদন ক্ষতিগ্রস্থ হয়েছে।
এতে সম্প্রতি ভারতে পণ্যটির দাম সামান্য বেড়েছে। এ খবরে বাংলাদেশে পেয়াজের দাম ১৫ দিনের ব্যবধানে বেড়ে দ্বিগুন হয়ে যায়।
ফলে পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে মিয়ানমার থেকে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে আসছে পেঁয়াজের বড় বড় চালান। চলতি মাসে অক্টোবর মাসে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত সাড়ে ৭ হাজার মেট্রিন টন পেঁয়াজ আমদানী হয়েছে মিয়ানমার থেকে।
ইতি মধ্যে বাজারের দাম স্বাভাবিক রাখতে আরও কয়েক হাজার মেট্রিক টন পেঁয়াজ দুই-তিনদিনের মধ্যে স্থলবন্দরে এসে পৌছাবেন বলে জানিয়েছেন ব্যবসায়ী ও সংশ্লিরা।
খোঁজ নিয়ে জানা গেছে, সর্বশেষ গতকাল বৃস্পতিবার টেকনাফ স্থলবন্দরে মিয়ানমার থেকে পেঁয়াজ ২৮ হাজার বস্তা ভর্তি আটটি ট্রলার আসে পেঁয়াজ এম এ হাসেম, এহতেশামুল হক বাহাদুর,শওকত আলম, মো. ফারুক মো. জব্বারের কাছে। এসব ট্রলারে ৮’শ মেট্রিন টন পেঁয়াজ ছিল। শ্রমিকরা পাচঁটি পয়েন্টে পেঁয়াজের বস্তাগুলো ট্রলার থেকে খালাস করে ট্রাকে বোঝাই করেছেন। স্থলবন্দরে পেঁয়াজ ভতি ট্রাকগুলো সারি সারি ভাবে দেশের বিভিন্ন স্থানে স্থলবন্দর ছেড়ে যায়।
স্থলবন্দর শুল্ক ষ্টেশন সূত্রে জানায়, চলতি মাসে ১৫ অক্টোবর পর্যন্ত ৭ হাজার ৫২২ দশমিক ৭৭ মেঃ টন পিয়াজ আমদানি হয়েছে মিয়ানমার থেকে। এসব পেয়াজ ১০-১২জন ব্যবসায়ী পেঁয়াজ আমদানি করেছেন। এরআগে সেপ্টেম্বরে ২ হাজার ৯৮৮ মেট্রিকটন, আগস্টে ৭৬৫ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হয়েছিল।
কয়েকজন আমদানি কারক বলেন, ভারতের উপর নির্ভর করে আমরা মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি করে থাকি। এবারও সেখানে পন্যটির দাম বেড়ে যাওয়ায় বাজার পরিস্থিতিশীল রাখতে আমরা মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত রেখেছি।
সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যসোসিয়েশনের সাধারণ সম্পাদক এহতেশামুল হক বাহাদুর বলেন, মূলত ভারতের উপর নির্ভর করে ব্যবসায়ীরা মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি করে থাকি। কিন্তু আমরা তেমনে বেশি লাভবান হচ্ছি না। তাছাড়া জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) পেঁয়াজের আমদানি শুল্ক প্রত্যাহার করলেও এখানে সেটি এখনো বাস্তবায়ন হয়নি।
জানতে চাইলে টেকনাফ স্থলবন্দর কর্তৃপক্ষ ইউনাইটেড ল্যান্ড পোর্টের ব্যবস্থাপক মো. জসিম উদ্দীন চৌধুরী বলেন, ‘বাজারের পেঁয়াজের দাম স্বাভাবিক রাখতে স্থলবন্দরের ব্যবসায়ীরা মিয়ানমার থেকে বেশি পরিমাণে পেঁয়াজ আমদানি করছেন।
তাছাড়া পেঁয়াজ পঁচন যাতের পন্য ফলে রাত-দিন ২৪ ঘন্টায় ডেলিভারী দিচ্ছি। যাতে বাজারে পেঁয়াজ বাজার স্বাভাবিক থাকে। শুক্রবারও আমরা ৫’শ ট্রন পেঁয়াজ ডেলিভারী দিয়েছি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-