চট্টগ্রাম •
চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন মুরাদপুরের মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে এক নারী ও তার দুই সন্তানের লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৫ অক্টোবর) সকাল ১০টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ।
নিহতরা হলেন—সুমিতা খাতুন (৩০), তার মেয়ে মুন (৭) ও আড়াই বছর বয়সী ছেলে শান। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সুমিতা খাতুনের স্বামী সোহেল রানাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
পাঁচলাইশ সার্কেলের সহকারী পুলিশ কমিশনার শহীদুল ইসলাম জানান, সকালে খবর পেয়ে মোহাম্মদপুর এলাকার ইসমাইল কলোনির ওই বাসায় আসি। ঘরের ভেতর থেকে দরজা বন্ধ পাওয়া যায়। পরে দরজা ভেঙে ঢুকে দেখি, ফ্যানের সঙ্গে মা ও ছেলের লাশ ঝুলছে। আর ঘরের খাটের ওপর মেয়ের লাশ পড়ে আছে। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে।
ঘটনাস্থলে পুলিশ, সিআইডির ক্রাইম সিন ও কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা আছেন।
লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে বলে জানান শহীদুল ইসলাম।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-