সোয়েব সাঈদ •
আলীকদম থানচি সড়কে পিকনিকের গাড়ি খাদে পড়ে আবুল কালাম(২৭) নামে ১ জন নিহত এবং কমপক্ষে ২২ জন আহত হয়েছে।
আলীকদম থানচি সড়কের ২৮ কিলোমিটার এলাকায় বৃহস্পতিবার বিকাল ৩টায় দূর্ঘটনা ঘটে। আহত ও নিহত সবাই পর্যটক। তারা কক্সবাজার রামু থেকে ৩ টনা পিকআপে করে আলীকদম ডিমপাহাড় ও থানচিতে বিভিন্ন পর্যটন স্পটে পিকনিকের উদ্দ্যেশে যাচ্ছিল।
আহতদের আলীকদম হসপিটালে আনা হলে কর্তবরত চিকিৎসক ৪ জনকে প্রাথমিক চিকিৎসা দেন এবং ৮ জনকে কক্সবাজার সদর হসপিটালে উন্নত চিকিৎসার জন্য পাঠিয়ে দেন। এদিকে একই ঘটনায় থানচি হসপিলাতে ২ জন আহত হয়ে ভর্তি হয়েছেন।
দূর্ঘটনার প্রত্যাক্ষদর্শী শাখাওয়াত হোসেন ফাহিম জানান, রামু থেকে পিকআপে করে আসা পিকনিকের গাড়িটি ব্রেক ফেইল হয়ে আলীকদম থানচি সড়কের ২৮ কিলো এলাকায় গভীর খাদে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এতে গাড়ি থাকা সবাই আহত হন। এবং আলীকদম হসপিটালে আনার পথে ১ জনের মৃত্যু হয়।
এদিকে ঘটনা স্থলে গিয়েছেন আলীকদম ফাইয়ার সার্বিসের একটি টিম ও আলীকদম থানা পুলিশ।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-