ডেস্ক রিপোর্ট •
শারদীয় দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশের ২২ জেলায় মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবির পরিচালক অপারেশন লেফটেন্যান্ট কর্নেল ফয়জুর রহমান গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করে বলেন, গতকাল রাত থেকে দেশের বিভিন্ন স্থানে বিজিবির সদস্যরা দায়িত্ব পালন করছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্থানীয় প্রশাসনের নির্দেশনা অনুযায়ী মন্দির ও আশপাশে অন্যান্য বাহিনীর সঙ্গে মাঠে থেকে দায়িত্ব পালন করবে বিজিবি।
সারাদেশের জেলা শহরগুলোর মধ্যে এখন পর্যন্ত কুমিল্লা, ঢাকা বিভাগের নরসিংদী, মুন্সিগঞ্জসহ ২২টি জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে।
এদিকে বিজিবির একটি সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চাহিদা থাকলে রাজধানীতেও বিজিবি মোতায়েন করার সম্ভাবনা রয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-