পুলিশের হাতে মাদক কারবারী টেকনাফের জাকির আটক!

গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল •

টেকনাফ বাহারছড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা ইয়াবাসহ জাকির নামে এক মাদক কারবারী আটক করেছে।

আটক কারবারী হচ্ছে, টেকনাফ উপজেলা বাহারছড়া ইউনিয়ন ১নং ওয়ার্ড শামলাপুর এলাকার মৃত ওমর আলীর পুত্র জাকির হোসেন প্রকাশ জাকির (৪২)।

অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার (ওসি) হাফিজুর রহমান।

তিনি বলেন, ১৪ অক্টোবর (বৃহস্পতিবার) দিবাগত রাতে মাদক পাচারে গোপন সংবাদ পেয়ে ফাঁড়িতে কর্মরত ইন্সেপেক্টর নুর মোহাম্মদ’র নেতৃত্বে পুলিশের একটি অভিযানিক দল আটক আসামীর বসত বাড়ীর সামনে থেকে ৪২০০ পিচ ইয়াবাসহ জাকিরকে আটক করতে সক্ষম হয়।

আটক মাদক কারবারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে পরবর্তী ব্যবস্থা গ্রহন করার জন্য কক্সবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি

আরও খবর