ডেস্ক রিপোর্ট •
রাজধানীর মতিঝিলের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ১২তলা ভবনের ছয় তলায় আগুন লেগেছে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। বুধবার দুপুর ১২টার দিকে ওই ভবনের ছয় তলায় আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার খালেদা বেগম ডেইলি বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
তিনি বলেন, খবর পেয়ে তিনটি ইটনিট পাঠানো হয়েছে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বিস্তারিত পরে জানানো হবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-