বেলাল আযাদ •
কক্সবাজারের উখিয়ার শতবর্ষী নারী গুলবাহার বেগম ১০৭ বছর বয়সে বার্ধক্য জনিত অসুস্থতায় মৃত্যু বরণ করেছেন। (ইন্নালিল্লাহি….রাজেউন)।
১৯১৫ সালের ২৩ জানুয়ারী উখিয়ার জালিয়াপালংয়ের উত্তর নিদানিয়া গ্রামে জন্মগ্রহণকারী গুলবাহার বেগম ১১ অক্টোবর সোনাইছড়ি গ্রামে নিজগৃহে মৃত্যু বরণ করেন।
একই দিন সকালে সোনাইছড়ি কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে নামাজে জানাজা শেষে মসজিদ সংলগ্ন কবর স্থানে তাঁকে দাফন করা হয়।
শতবর্ষী নারী মরহুমা গুলবাহার বেগম সোনাইছড়ি গ্রামের মৃত কালা মিয়ার স্ত্রী।
মৃত্যু কালে তিনি তাঁর এক পুত্রসহ অসংখ্য নাতী-নাতনী, পুতি-পুতনী ও সুতি-সুতনী (৫ম প্রজন্ম) রেখে গেছেন।
ব্যক্তিগত ও সাংসারিক জীবনে অত্যন্ত পরহেজগার-পর্দানশীন, কঠোর পরিশ্রমী ও বিনয়ী এই মহীয়সী নারী তাঁর জীবদ্দশায় ১ম ও ২য় বিশ্ব যুদ্ধ এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রত্যক্ষদর্শী ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-