এন এ জাকির •
বান্দরবানের রোয়াংছড়িতে ঘুরতে গিয়ে পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে। রোববার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার দেবতাকুম এলকায় এ ঘটনা ঘটে।
ওই পর্যটকের নাম মো. ফেরদৌস সরদার (২৭)। তিনি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার লোকমান সরদারের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার সকালে টুরিস্ট গাইড নিয়ে ১৫ জনের একটি দল দেবতাকুমে ঘুরতে যায়। দুপুরে ভ্রমণ শেষে ফেরার সময় ফেরদৌস ভেলা থেকে পানিতে পড়ে ডুবে যায়। পরে সবাই মিলে অনেক খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে রোয়াংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুরে ১২ থেকে ১৫ জনের একটি দলের সঙ্গে মো. ফেরদৌস দুর্গম ওই পর্যটন এলাকায় ঘুরতে গিয়েছিলেন। সেখানে ঝিড়িতে ভেলায় চড়ে ঘুরে বেড়ানোর সময় পানিতে পড়ে ডুবে যান তিনি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-