নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া ক্যাম্প এলাকা থেকে দেশীয় একটি এলজি, একটি রামদা, ৯৪ ইয়াবাসহ রোহিঙ্গা খালেক গ্রুপের এক সদস্যসহ তিনজনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা।
রোববার ভোরে হ্নীলা ইউপি নয়াপাড়া ক্যাম্প এলাকা থেকে অস্ত্র ও ইয়াবাসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন হ্নীলা ইউপি নয়াপাড়া ক্যাম্পের নুরানি পাড়ার ব্লক আই ১০, এফসিএন ২৯৯৫৫২ বাসিন্দা মৃত নুরুল হকের মেয়ে আসমিতা ও আয়শা বিবি এবং একই ক্যাম্পের ব্লক আই/৯ বাসিন্দা আনিছ সাবার ছেলে আনোয়ার সাদেক।
রোববার এ তথ্য নিশ্চিত করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ তারিকুল ইসলাম।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া ক্যাম্পের দায়িত্বরত এপিবিএন পুলিশের একটি দল ক্যাম্পে ব্লক আই ১০, নুরানি পাড়ায় আয়শা বিবি ও আসমিতার ঘরে অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি এলজি, একটি রামদা ও ৯৪ ইয়াবাসহ খালেক গ্রুপের এক রোহিঙ্গা সন্ত্রাসীসহ তিনজনকে আটক করতে সক্ষম হয়।
তিনি আরো বলেন, উদ্ধারকৃত অস্ত্র ও ইয়াবাসহ আটক রোহিঙ্গাদের বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-