গ্যাস সিলিন্ডারে ১০ হাজার ইয়াবা: শেরপুরের মাদক কারবারি আটক টেকনাফে!

গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল •

টেকনাফে পুলিশ সদস্যরা গ্যাসের সিলিন্ডারে করে ইয়াবা পাচার করার সময় ৫৩ বছর বয়সি রফিক নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে। সিলিন্ডার ভিতর থেকে উদ্ধার করেছে ১০ হাজার ইয়াবা।

আটক পাচারকারী হচ্ছে, শেরপুর জেলার অন্তর্গত নকলা থানা কৈয়াকুড়ি কাদাপাড়া এলাকার মো. আছিম উদ্দিন’র পুত্র রফিক উদ্দিন(৫৩)।

অভিযানটির সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার (ওসি) হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের তথ্য অনুযায়ী,
এসআই সাজ্জাদ সজিব ও এসআই সানাউল ইসলামের নেতৃত্বে পুলিশের অভিযানিক একটি দল ৪ অক্টোবর (সোমবার) সকাল ১০টার দিকে টেকনাফ পৌরসভা নাইট্যংপাড়া বাস টার্মিনাল এস আলম কাউন্টার’র সামনে থেকে গ্যাস সিলিন্ডার ভর্তী ইয়াবাসহ রফিককে আটক করতে সক্ষম হয়।

আটক মাদক পাচারকারীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে পরবর্তী ব্যবস্থা গ্রহন করার জন্য কক্সবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

আরও খবর