উখিয়ায় ২০ হাজার ইয়াবা নিয়ে আরও এক মাদক কারবারিকে ধরলো র‍্যাব

আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল •

কক্সবাজারের উখিয়ায় অভিযান পরিচালনা করে ২০ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১৫।

২৬ সেপ্টেম্বর (রবিবার) বিকেল ৪টার দিকে উপজেলার নিউ ফরেষ্ট অফিস আমতলা সংলগ্ন নলবনিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত মাদক কারবারি হলেন, নাইক্ষ্যংছড়ির তুমব্রুর ঘোনাপাড়া এলাকার কালুর ছেলে মোঃ শাহাজাহান।

র‍্যাব-১৫ সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া এন্ড অপারেশন আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এ তথ্য নিশ্চিত করে কক্সবাজার জার্নালকে জানান, গােপন সংবাদের র‍্যাবের চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাকে আটক করে। পরে তার হাতে থাকা ব্যাগ তল্লাশি করে ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটক মাদক কারবারিকে জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবত কম দামে ইয়াবা সংগ্রহ বান্দরবানসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে বলে স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।

এদিকে, র‍্যাব-১৫ এর মাদক বিরোধী অভিযানকে সাধুবাদ জানিয়ে সুশীল সমাজের প্রতিনিধিরা আটককৃত মাদক কারবারিদের রিমান্ডে নিয়ে তাদের সাথে জড়িত মাদক কারবারিদের আইনের আওতায় আনার আহবান জানান।

আরও খবর