টেকনাফে ভাসমান অজ্ঞাত কিশোরের লাশ উদ্ধার!

গিয়াস উদ্দিন ভুল, কক্সবাজার জার্নাল •


টেকনাফে নাফনদী সংলগ্ন হ্নীলা জইল্লারঘাঁট উপকুল থেকে ভাসমান অবস্থায় ১০ বছর বয়সি অজ্ঞাত এক কিশোরের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

২৫ সেপ্টেম্বর (শনিবার) রাতে স্থানীয় জেলেরা টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুরা নাফনদী সংলগ্ন জইল্লারঘাট এলাকায় ভাসমান অবস্থায় পড়ে থাকা এক কিশোরের মৃতদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়।

এরপর থানায় কর্মরত এসআই রাফির নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে ময়না তদন্ত রিপোর্ট তৈরী করার জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরন করে।

সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার দায়িত্বরত (ওসি) মো. হাফিজুর রহমান জানান, মৃতদেহটি পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও খবর