আবদুল্লাহ আল আজিজ,কক্সবাজার জার্নাল •
র্যাপিড একশ্যান ব্যাটালিয়ন র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক উদ্ধার, অস্ত্র ও গােলাবারুদ উদ্ধার, মােবাইল কোর্ট পরিচালনা, অবৈধ অস্ত্রধারী এবং মানবপাচারকারী গ্রেফতার, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন সংক্রান্তে গ্রেফতারসহ কিশাের গ্যাং বিরােধী অভিযান পরিচালনার মাধ্যমে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে উল্লেখযােগ্য অবদান রাখতে সক্ষম হয়েছে।
তারই ধারাবাহিকতায় কক্সবাজারের উখিয়ায় রােহিঙ্গা শিবিরে অভিযান পরিচালনা করে ৯০ হাজার ৬শ পিস ইয়াবার বিশাল চালানসহ দুই রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করা হয়েছে।
২৫ সেপ্টেম্বর (শনিবার) ভোররাত সাড়ে ৩টার দিকে পালংখালী ইউপিস্থ ময়নারঘােনা রোহিঙ্গা শিবিরে এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-১৫ সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া এন্ড অপারেশন আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী কক্সবাজার জার্নালকে এ তথ্য নিশ্চিত করে জানান, গােপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে ময়নারঘােনা রােহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গা মাদক কারবারি জামালের বসতঘরে বিপুল পরিমানে ইয়াবা মজুদ আছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাবের চৌকস আভিযানিক দল ভোররাতে অভিযান চালালে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার প্রাক্কালে দুই রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করা হয়। পরবর্তীতে তাদের তথ্যমতে রোহিঙ্গা মাদক কারবারি জামালের বসতঘরে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৯০ হাজার ৬শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃত দুই মাদক কারবারি হলেন, উপজেলার ময়নারঘোনা রোহিঙ্গা শিবিরের ক্যাম্প ১১ এর বি-৪ ব্লকের মোহাম্মদের পুত্র জামাল হোসেন ও মোহাম্মদ ইলিয়াসের পুত্র আবু আলম।
এদিকে আটক দুই রোহিঙ্গা মাদক কারবারিদের ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর যােগসাজসে টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা সংগ্রহ করে
কক্সবাজারের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে বলে স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-