কক্সবাজারে ৪ লাখ ৩০ হাজার ইয়াবা নিয়ে আটক হলেন যারা!

কক্সবাজার জার্নাল রিপোর্ট •

কক্সবাজার সংলগ্ন গভীর সমুদ্রে একটি মাছ ধরার ট্রলার থেকে ৪ লাখ ৩০ হাজার ইয়াবাসহ ৫ জনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার মধ্যরাতে মহেশখালী চ্যানেল সংলগ্ন সমুদ্রে এ অভিযান চালানো হয়। আটকরা হলেন, চট্টগ্রামের পটিয়ার বাসিন্দা রশিদ উল্লাহ (৪২), চট্টগ্রামের কর্ণফুলী থানার লইক্ষাচর এলাকার আমানত করিম (৩৮), কক্সবাজারের ঈদগাহর পূর্ব বোয়ালখালী এলাকার নাসির উদ্দিন (৩৬), ভিলিজপাড়া এলাকার মো. সাইফুল ইসলাম (২০) ও টেকনাফের শাহপরীরদ্বীপের উত্তর পাড়া এলাকার মো. ছৈয়দুর রহমান।

র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানিয়েছেন, র‌্যাবের কাছে খবর ছিল কতিপয় মাদক কারবারি সমুদ্রের কক্সবাজার-মহেশখালী চ্যানেল এলাকা দিয়ে ইয়াবার একটি বড় চালান পাচার করবে। এর প্রেক্ষিতে র‌্যাব এর একটি দল সেখানে অভিযান চালায়। এসময় পাঁচজনকে আটক করার পাশাপাশি ট্রলারে বিশেষ কায়দায় লুকানো ৪ লাখ ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। আটক পাঁচজনকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

আরও খবর