নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় থানা পুলিশের অভিযানে প্রতারক চক্রের ৩ সদস্য কে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর ) দুপুরে ঈদগাঁও বাস ষ্টেশনের ইসলামী ব্যাংক চত্তরে এ অভিযান চালানো হয়।
জানা যায়, পুলিশ সুপার ঘোষিত চলমান বিশেষ অভিযান সফল করার উদ্দেশ্যে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ আব্দুল হালিমের নেতৃত্ত্বে এসআই মোঃ রেজাউল করিম, এস আই মোহাম্মদ শামীম আল মামুন, এএসআই রাসেল কাজী সঙ্গীয় ফোর্স সহ ঈদগাঁও থানাধীন ঈদগাঁও বাসষ্ট্যান্ড এলাকা হতে জনতার সহায়তায় প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করে।
আটককৃতরা হচ্ছে মোঃ খোকন (৫০), পিতা মৃত লাল মিয়া ফকির, সাং-বহেরাতলা, থানা-শিবচর, জেলা-মাদারীপুর, মোঃ ফারুক (৪৮), পিতা মৃত মফিজ উদ্দিন মাতাব্বর, সাং-পূর্ব কাকুরা, শিরুয়াইল ইউপি, থানা- শিবচর, জেলা-মাদারীপুর, মোঃ সেলিম (৪৩), পিতা মৃত ইসমাইল, সাং- গোয়ালবাড়ী, শিমুলিয়া ইউপি, থানা-সাভার, জেলা-ঢাকা ।
এ প্রতারক চক্রের সদস্যগন এর আগের দিন ব্যাংকের একজন গ্রাহক ইসলামী ব্যাংক ঈদগাঁও শাখা হতে এক লক্ষ টাকা উত্তোলন করে বাহিরে আসার সাথে সাথে পূর্ব হতে উৎপেতে ঢাকা গ্রাহককে বিভিন্ন ছলচাতুরীর মাধ্যমে টাকা আত্মসাৎ করে পালিয়ে যায়।
২৩ সেপ্টেম্বর প্রতারক চক্র পূনরায় ঈদগাঁও বাসষ্ট্যান্ড এলাকায় ঘুরাফেরা কালে ঈদগাঁও বাস স্টেশনের ফরিদুল আলমের মালিকানাধীন আলাদীনের চেরাগ ব্যবসা প্রতিষ্ঠানের সিসিটিভি ক্যামেরার মাধ্যমে জনতার সহযোগিতায় পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রাহকের আত্নসাৎকৃত টাকা উদ্ধার করা হয়। প্রতারণা কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ঈদগাঁও থানার অফিসার্স ইনচার্জ।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-