কক্সবাজারে মাদক অপরাধ দমনে কর্মশালা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি •


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, UNODC ও UNHCR এর যৌথ উদ্যোগে District Level Consultation on Generating Evidence to Build Capacities to Counter the Threats of Drugs and Crime in Cox’s Bazar অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) কক্সবাজার সায়মন বিচ রিসোর্ট এর সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

DRUGS, CRIME & SAFETY SITUATION IN COX’S BAZAR শীর্ষক গবেষণায় প্রাথমিকভাবে লব্ধ তথ্য-উপাত্ত উক্ত কর্মশালায় উপস্থাপন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আব্দুস সবুর মণ্ডল (পিএএ)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ, পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান।

কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়, চট্টগ্রামের অতিরিক্ত পরিচালক মোঃ মজিবুর রহমান পাটওয়ারী। আরো বক্তব্য রাখেন, UNHCR এর সিনিয়র প্রোটেকশন অফিসার মিস বারবারা।

এসময় উপস্থিত ছিলেন কর্মশালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, UNODC, UNHCR, UNDP এর কর্মকর্তা ও প্রতিনিধিবৃন্দসহ সংশ্লিষ্ট অন্যান্য দপ্তর, সংস্থা, এনজিও এর প্রতিনিধিবৃন্দ।

কর্মশালায় বক্তারা কক্সবাজার জেলায় এবং টেকনাফ ও উখিয়া উপজেলায় মাদক পরিস্থিতিসহ অন্যান্য অপরাধ বিষয়ে মতামত উপস্থাপন করেন। কক্সবাজার অঞ্চলে মাদক নিয়ন্ত্রণসহ সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও সম্ভাবনার কথা উল্লেখ করে প্রধান অতিথি তাঁর বক্তব্যে গবেষণার যেসকল বিষয়াদি উঠে এসেছে এবং সমাধানের জন্য যেসব সুপারিশমালা উপস্থাপন করা হয়েছে, সেগুলো উপরে কাজ করার জন্য পদক্ষেপ গ্রহণ করা হবে মর্মে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত-২০৪১ সালের উন্নত বাংলাদেশ গড়ার কারিগর যুবসমাজকে যে কোন মূল্যে মাদকের ছোবল থেকে রক্ষা করতে হবে।

আরও খবর