টেকনাফে নৌকার প্রচারণার গাড়িতে আগুন, ভাঙচুর

টেকনাফ অফিস •

কক্সবাজারের টেকনাফে ইউপি নির্বাচনে আওয়ামী লীগ (নৌকা) প্রতীকের প্রচারণার গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।

শনিবার রাত ৮ টার দিকে টেকনাফ সদরের ডেইল পাড়া ও তুলাতুলী এলাকায় নৌকার চেয়ারম্যান প্রার্থী আবু সৈয়দের প্রচারণার দুটি টমটম গাড়িতে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় নৌকার চেয়ারম্যান প্রার্থী আবু সৈয়দ বাদী হয়ে থানায় দুটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, টেকনাফ সদরের হাজম পাড়া ও তুলাতুলী এলাকায় নৌকার চেয়ারম্যান প্রার্থী আবু সৈয়দের প্রচারণার টমটম যাওয়ার পথে হঠাৎ তার প্রতিদ্বন্ধী মটর সাইকেল সমর্থকরা গাড়ি ভাঙচুর করে ও অগ্নেসংযোগ করে।

এছাড়া একই দিন সদর ইউনিয়নে তুলাতুলিতে আনারস প্রার্থীর সমর্থকরা আরেকটি প্রচারণার টমটমে দেশিয় অস্ত্র দা, কিরিস, লোহার রড ও লাঠি নিয়ে হামলা চালায়। এতে নৌকার সমর্থকরা আহত হয়েছে।

এছাড়াও নৌকার প্রার্থীদের প্রাণনাসের হুমকি দিয়েছে বলে অভিযোগ রয়েছে।

আ’লীগের চেয়ারম্যান প্রার্থী আবু সৈয়দ বলেন, দলীয়ভাবে মনোনয়ন দেয়ার পর আরও দুজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। তারা দুজনই আমার সমর্থকদের বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে। তারই অংশ হিসেবে প্রচারণা গাড়িতে হামলা চালিয়েছে তারা।

এ ঘটনায় বিএনপি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান ও শাহজান মিয়াকে প্রধান করে বেশ কয়েকজনের বিরুদ্ধে পৃথকভাবে থানায় দুটি অভিযোগ দায়ের করছি।

অভিযোগ অস্বীকার করে স্বতন্ত্র প্রার্থী জিয়াউর রহমান বলেন, “যার নির্বাচন সেই করছে, আমার লোকজন কোন প্রার্থীকে হামলা চালায়নি। মূলত আমার জনপ্রিয়তা দেখে আমাকে নির্বাচনীর মাঠ থেকে গুটিয়ে দেওয়া জন্য পায়তারা করছে নৌকার প্রার্থী।

টেকনাফ মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান বলেন, এ ঘটনায় পুলিশ তদন্ত করে ব্যবস্থা নিবেন।

আরও খবর