মানসম্মত ও সূলভ মূল্যে পোশাক সরবরাহে কোটবাজারে ‘জেন্টস গ্যালারি’র যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক •

উখিয়ার ব্যস্ততম স্টেশন কোটবাজারের প্রাণকেন্দ্রে অবস্থিত এন.আলম শপিং কমপ্লেক্সে উদ্বোধন হয়েছে জেন্টস গ্যালারির।

ফ্যাশন সচেতন কিশোর ও যুবকদের জন্য এক্সক্লুসিভ কালেশনক নিয়ে গতকাল শুক্রবার যাত্রা শুরু করল জেন্টস গ্যালারি।

জেন্টস গ্যালারিতে নান্দনিক সব ডিজাইন ও সুনিপুণ সুইংয়ের এর মনকাড়া সব কালেকশন যেমন পাঞ্জাবি, টি-শার্ট, শার্ট ইত্যাদি।

জেন্টস গ্যালারির সত্বাধিকারী মোঃ নুরুল আবছার বলেন, সততাই আমাদের একমাত্র লক্ষ্য। এখানে ফরমাল ও ক্যাজুয়াল বিভিন্ন রকমের ছোট-বড় সকলের জন্য জেন্টস গার্মেন্টস পণ্য রাখা হবে। সেই সাথে পাওয়া যাবে টি-শার্ট, আন্ডার গার্মেন্টসসহ বিভিন্ন রকমের পণ্য এবং সুলভ মূল্যে বিক্রি করা হবে। মানুষের চাহিদার রুচিসম্মত সেরা কালেকশনটি পৌঁছে দেওয়ার চেষ্টা নিয়ে জেন্টস গ্যালারি সবসময় সকলের প্রত্যাশা পূরণে সচেষ্ট থাকবে এবং নিত্যনতুন গার্মেন্টস সামগ্রী সরবরাহে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

আরও খবর