কক্সবাজার জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি শফিক ও চকরিয়ার লিটু বহিষ্কার

প্রেস বিজ্ঞপ্তি •

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশনা অনুযায়ী টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী নুর হোসেনের পক্ষে অবস্থান নেওয়ায় জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ শফিক মিয়া কে এবং চকরিয়া পৌরসভায় দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে স্বতন্ত্র প্রার্থী জিয়াবুলের পক্ষ নেয়ায় চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম লিটুকে সাময়িক ভাবে বহিষ্কার করেছেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডঃ ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান।

১৭ সেপ্টেম্বর কক্সবাজার জেলা আওয়ামী লীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক এম,এ মনজুর স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তি মারফত প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দলীয় সিদ্ধান্ত অমান্য করে দলীয় শৃঙ্খলা বিরোধী কার্যক্রমে লিপ্ত থাকায় তাদের স্হায়ী ভাবে বহিষ্কার করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ বরাবরে সুপারিশ পাঠানো হবে বলে জানানো হয়।`

আরও খবর