টেকনাফ অফিস •
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফের বিশেষ জোনের সহকারী পরিচালক মোঃ সিরাজুল মোস্তফার নের্তৃত্বে টেকনাফ পৌরসভার হাসপাতাল গেট এলাকা ও সাবরাংয়ের পানছড়ি পাড়ার বসতঘরে অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ তিন জনকে আটক করেছে।
শুক্রবার ১৭ সেপ্টেম্বর এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা হলেন উখিয়ার চাকবৈঠা এলাকার আলী আহমদের ছেলে মোঃ সালাউদ্দিন ও নুরুল ইসলামের ছেলে মোঃ ইউনুস এবং সাবরাং পানছড়ি পাড়ার বশির আহমদের ছেলে মোঃ ইব্রাহিম।
এসময় আত্মসমর্পণকারী লেজির পাড়া এলাকার মোঃ ইদ্রিসের ছেলে মোঃ ইব্রাহিম ও উখিয়ার চাকবৈঠা পাড়ার নুরুল হকের ছেলে আবুল ইসলাম পালিয়ে যায়।
ডিএনসির টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মোঃ সিরাজুল মোস্তফা এই অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, আটক তিন মাদক কারবারির বিরুদ্ধে মাদক আইনে পৃথক দুইটি মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়।
এই মামলায় দুই জনকে পলাতক আসামি করা হয়েছে বলে জানিয়েছেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-