মরিচ্যা চেকপোস্টে ১লাখ ২৫ হাজার ইয়াবাসহ যুবক আটক: মালিক বাদশা পলাতক!

আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল •

কক্সবাজারের রামুর মরিচ্যা যৌথ চেকপোষ্ট ১ লাখ ২৫ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ এক যুবককে আটক করেছে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)।

রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল ইব্রাহীম ফারুক এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির কাছে খবর আসে উখিয়ার কুতুপালং থেকে কক্সবাজারগামী একটি সিএনজি যোগে প্রচুর পরিমাণ ইয়াবা পাচার হবে। সেই তথ্যের ভিত্তিতে বিজিবির চৌকস দল চেকপোস্টে তল্লাশি কার্যক্রম জোরদার করে এবং তল্লাশীর এক পর্যায়ে রামুর ডিংগাপাড়া চাকমারকুল এলাকার আমিনুল হকের পুত্র সিএনজি চালক তোফায়েল (১৯) কে আটক করা হয়।

তিনি বলেন, তল্লাশীকালে যাত্রী সিটের মধ্যে বিশেষ চেম্বারে লুকানো অবস্থায় ১২ কার্ড এবং ০১ প্যাকেটে ১ লাখ ২৫ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩ কোটি ৭৫ লাখ টাকা।
এসময় সিএনজি এবং তার হাতে থাকা একটি এন্ড্রয়েড ফোন জব্দ করা হয়।

এদিকে, আটক আসামীকে ব্যাপক জিজ্ঞাসাবাদে সে ইয়াবার প্রকৃত মালিক কক্সবাজার সদরের পূর্ব খরুলিয়া এলাকার মৃত কালা মিয়ার পুত্র মোঃ বাদশাহ মিয়ার বলে স্বীকার করে এবং টাকার বিনিময়ে ইয়াবাগুলি বহন করছিলো বলে জানায়।

রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল ইব্রাহীম ফারুক আরো জানায়, জব্দকৃত ইয়াবা, সিএনজি এবং মোবাইলসহ নিয়মিত মামলার মাধ্যমে রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও খবর