অবশেষে মিললো টেকনাফে ব্রিজের নিচে পাওয়া লাশের পরিচয়

গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল •

টেকনাফে সাগর উপকূলীয় জনপদ বাহারছড়া ইউপি কচ্ছপিয়া মেরিন ড্রাইভ সড়কের ব্রিজের নিচে থেকে মুখে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা করিম উল্লাহ নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

সূত্রে জানা যায়, ১৫ সেপ্টেম্বর (বুধবার) সকাল ৯টার দিকে টেকনাফে বাহারছড়া ইউনিয়ন কচ্ছপিয়া এলাকা সংলগ্ন মেরিন ড্রাইভ সড়কের ব্রিজের নিচে সাদা পান্জাবী, পায়জামা পরিহিত মুখে রক্ত, রশি দিয়ে বাঁধা অবস্থায় একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়।

এরপর বাহারছড়া পুলিশ ফাঁড়িতে কর্মরত ইনচার্জ ইন্সেপেক্টর নুর মোহাম্মদ’র নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছে স্থানীয় জনতার সহযোগীতায় মুতদেহটি উদ্ধার করে।

তাৎক্ষনিক ভাবে মৃতদেহটি কার তা কেউ চিহ্নিত করতে পারেনি। অবশেষে দীর্ঘ কয়েক ঘন্টা অতিবাহিত হওয়ার পর বুধবার রাত ৯টার দিকে অজ্ঞাত মৃতদেহের পরিচয় পাওয়া গেছে।

নিহত ব্যাক্তি হচ্ছে, টেকনাফ পৌরসভা ৯নং ওয়ার্ড কুলাল পাড়া এলাকার মৃত হাজী সব্বির আহমদ’র পুত্র হাজী করিম উল্লাহ(৫৫)।

এব্যাপারে অত্র এলাকার ইউপি সদস্য ছৈয়দ হোসেন জানান, সকাল ৯টার দিকে এলাকার মানুষের কাছ থেকে খবর পায় ব্রীজের নিচে একটি মৃতদেহ পড়ে আছে। এরপর ঘটনাস্থলে এসে থানায় খবর দিলে। পুলিশে এসে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ।

সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার (ওসি) হাফিজুর রহমান বলেন,স্থানীয় জনতার কাছ থেকে খবর পেয়ে পুলিশের একটি ঘটনাস্থলে পৌছে মৃতদেহটি উদ্ধার করে।
লাশের ময়না তদন্ত রিপোর্ট তৈরী করার জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

তিনি আরো জানান, তাৎক্ষনিকভাবে নিহত ব্যাক্তির পরিচয় সনাক্ত করতে না পারলেও দীর্ঘ ১০ ঘন্টা পর ফেইসবুক ও গণমাধ্যম থেকে জানতে পারি ব্রিজের নিচ থেকে উদ্ধার হওয়া মৃতদেহটি পৌরসভা ৯নং ওয়ার্ড কুলাল পাড়ার মৃত সব্বির আহাম্মদ’র পুত্র হাজ্বী করিম উল্লাহ (৫৫)।

সে কি কারণে মারা গেছে এবং নির্মম হত্যাকান্ডের সাথে জড়িত অপরাধী হত্যার আসল রহস্য বের করার চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

আরও খবর