কক্সবাজার জার্নাল ডেস্ক:
তথ্য প্রতিমন্ত্রী বলেন, যারা বাংলাদেশের বসবাস করে, যারা বাঙ্গালি তাদের প্রত্যেকের ঘরে জাতির জনক বঙ্গবন্ধুর ছবি থাকা উচিত। মন্ত্রী হিসেবে নয়, এমপি হিসেবেও নয় একজন নাগরিক হিসেবে, বাঙালী হিসেবে আমার আহ্বান, আমার আনুরোধ সবার ঘরে জাতির পিতার ছবি থাকা উচিত।
সবার ঘরে ঘরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ছবি রাখার অনুরোধ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে নিজ কক্ষে এ নিয়ে কথা বলেন তিনি। ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানিয়ে সেদেশের নাগরিকরা তার ছবি রাখেন। স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ছবিও সবার ঘরে থাকা উচিত।
প্রতিমন্ত্রী আরও বলেন, রাষ্ট্রীয়ভাবে প্রজ্ঞাপন দিয়ে কিংবা জাতীয় সংসদে আইন করে এমন কোনো ঘোষণা আসেনি, তবুও আমি ব্যক্তিগতভাবে চাই দলমত নির্বিশেষে বঙ্গবন্ধুর ছবি সবার ঘরে থাকুক।
সূত্র:যমুনা টিভি অনলাইন
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-