রাজধানীর কুর্মিটোলায় র্যাবের সদর দফতরে মাথায় গুলি লেগে এক র্যাব সদস্যের রহস্যজনক মৃত্যু হয়েছে।
সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। নিহত শুভ মল্ল (২৬) নামের ওই পুলিশ কনস্টেবল প্রেষণে র্যাবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের জোরাবগঞ্জ থানায়।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, কীভাবে ঘটনাটি ঘটছে তা তদন্ত করা হচ্ছে। এটি দুর্ঘটনা না আত্মহত্যা এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। বিকেল ৫টার দিকে গুরুতর আহত অবস্থায় শুভ মল্লকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-