আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে নির্বাচকদের ভাবনাতে ছিলেন তামিম ইকবাল। এর আগেই বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেন তিনি। কারণ হিসেবে জানিয়েছিলেন, দীর্ঘদিন ধরে এই ফরম্যাটে না খেলা; পাশাপাশি নিয়মিতদের সুযোগটা তৈরি করে দেওয়া। কিন্তু দুদিন ধরে খবর চাউর হয় যে তার সরে দাঁড়ানোর মূল কারণ নাকি এটা নয়! অধিনায়ক মাহমুদউল্লাহ না চাওয়াতেই নাকি বিশ্বকাপ দল থেকে সরে গেছেন তামিম।
তবে এসবের কোনও ভিত্তি নেই বলেই জানালেন, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ম্যাচ শেষে তামিম-মাহমুদউল্লাহর দ্বন্দ্ব নিয়ে তিনি সংবাদমাধ্যমকে বলেছেন, ‘প্রথম কথা হচ্ছে বায়ো-বাবল, এর জন্য এখন টিমের কাছাকাছি যাওয়া যায় না। তবু আমি যতটুকু জেনেছি কোনও সমস্যা নেই। জালাল (মিডিয়া কমিটির চেয়ারম্যান, নিউজিল্যান্ড সফরে টিম লিডার) ভাই আগের সফরে দলের সঙ্গে গিয়েছিলেন, আমি তাকে জিজ্ঞাস করেছি, ববি ভাই (পরিচালক, জিম্বাবুয়ে সফরে টিম লিডার) গিয়েছেন, তাকেও জিজ্ঞাস করেছি। তারা কেউ কোনও সমস্যা খুঁজে পায়নি। তাই আমি বলবো, এই জিনিস নিয়ে মন্তব্য করার কোনও কারণই আমি দেখছি না।’
জানা গেছে, নির্বাচকদের সভায় মাহমুদউল্লাহ তরুণ তিন ওপেনার লিটন দাস, সৌম্য সরকার ও নাঈম শেখকে প্রয়োজন বলে মত দিয়েছিলেন। কিন্তু তামিমের ব্যাপারে চুপ ছিলেন। কারণ, তামিমকে নিলে নিশ্চিতভাবেই বাদ পড়তে হতো একজনকে। যদিও তামিমের ব্যাপারে ডমিঙ্গো যে আগ্রহী নয়, সেটি স্পষ্টই ছিল। বিষয়টি কোনোভাবে তামিমের কান পর্যন্ত চলে যায়। এরপরেই নাকি বিশ্বকাপ দলের অংশ হতে চাননি তামিম!
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-