কক্সবাজার জার্নাল ডেস্ক:
আশুলিয়ার নয়ারহাটে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় ৯ জনকে আটক করেছে নরসিংদী ডিবি পুলিশ। প্রাথমিকভাবে আটককৃতরা পুলিশের কাছে গেলো ৫ সেপ্টেম্বর রাতে আশুলিয়ার নয়ারহাট বাজারে ১৯টি স্বর্ণের দোকানে ডাকাতির দায় স্বীকার করেছে। এ সময় তাদের কাছ থেকে দুইটি বিদেশি পিস্তল ও গুলিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেন তারা।
পুলিশ জানায়, নরসিংদীতে ডাকাতির প্রস্তুতি চলছে এমন খবরে নরসিংদীর গোয়েন্দা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এ সময় ৯ জনকে আটক করেন তারা।
এদিকে, ডাকাতদের কাছ থেকে স্বর্ণ বিক্রির নগদ ২ লাখ ৪৫ হাজার টাকাও জব্দ করে গোয়েন্দা পুলিশ।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-