৭০হাজার মুসল্লী প্রতিদিন ওমরা করতে পারবেন

কক্সবাজার জার্নাল ডেস্ক:
দৈনিক ওমরাহ পালনকারীর সংখ্যা বাড়ানোর ঘোষণা দিয়েছে সৌদি আরব। এখন থেকে প্রতিদিন ৭০ হাজার মুসল্লি ওমরাহ পালন করতে পারবে বলে জানিয়েছে দেশটি। এসময় সর্বোচ্চ স্বাস্থ্য সতর্কতার পাশাপাশি ওমরাহকারীদের জন্য থাকবে প্রযুক্তিগত সুবিধা। সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় বলছে, প্রতিদিন ওমরাহকারীর সংখ্যা ১ লাখ ২০ হাজার পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা রয়েছে তাদের।

সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের মুখপত্র হানি বিন হুসনি হায়দার বলেছেন, ওমরাহ পালনে আসা সবাইকে সতর্কতামূলক স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং জীবাণুমুক্তকরণ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এদিকে জমজমের পানি দেয়ার পরিমাণ দৈনিক ৩ লাখ বোতলে উন্নীত করা হয়েছে বলেও জানান হায়দার।

আরব নিউজের খবরে বলা হয়েছে, পবিত্র দুই মসজিদের প্রধান তত্ত্বাবধায়ক ও খতিব শায়খ আব্দুল রহমান বিন আব্দুল আজিজ আল-সৌদের নেতৃত্বে এই প্রস্তুতি সম্পন্ন হয়েছে। করোনাভাইরাস মহামারির কারণে দীর্ঘদিন বিদেশিদের জন্য বন্ধ ছিল ওমরাহ কার্যক্রম। তবে গত ১৫ আগস্ট বিধিনিষেধ শিথিল করে বিদেশিদের ওমরাহ পালনের সুযোগ দেয় সৌদি সরকার।

সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের মুখপত্র হানি বিন হুসনি হায়দার বলেছেন, ওমরাহ পালনে আসা সবাইকে সতর্কতামূলক স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং জীবাণুমুক্তকরণ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এদিকে জমজমের পানি দেয়ার পরিমাণ দৈনিক ৩ লাখ বোতলে উন্নীত করা হয়েছে বলেও জানান হায়দার।

আরও খবর