রামুর মাহবুবের কাছে মিললো ইয়াবা: নাইক্ষ্যংছড়িতে আটক

নিজস্ব প্রতিবেদক •

নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৮১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি আটক করা হয়েছে।

আটক মাদক কারবারি রামুর খুনিয়াপালংয়ের দারিয়ারদিঘী এলাকার বদরুদ্দোজার ছেলে মাহবুবুর রহমান (৩৬)।

৮ (সেপ্টেম্বর) বুুধবার রাত সোয়া ৭ টার দিকে উখিয়ার টিভি টাওয়ারের পূর্ব পাশে ইয়াহিয়া গার্ডেনের সামনে চেকপোস্ট বসিয়ে তল্লাশী কালে ৮১০পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ২ লাখ ৪৩ হাজার টাকা।

এ সংক্রান্তে নাইক্ষ্যংছড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে বলে নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন।

আরও খবর