গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল •
টেকনাফে র্যাব-১৫ কর্মরত সদস্যরা মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক কারবারে জড়িত রাবেয়া নামে বিধবা এক মহিলাকে আটক করতে সক্ষম হয়েছে।
৮ সেপ্টেম্বর(বুধবার) দুপুরে র্যাবের পাঠানো প্রেস বার্তা সূত্রে জানা যায়, গোপন সংবাদের তথ্য অনুযায়ী, ৭ সেপ্টেম্বর রাত সাড়ে ৭টার দিকে র্যাব-১৫ (সিপিসি-১) টেকনাফ শাখায় কর্মরত সদস্যরা একটি চৌকস আভিযানিক দল টেকনাফ সদর ইউনিয়ন বরইতলী এলাকার টেকনাফ টু কক্সবাজার প্রধান সড়ক এলাকা থেকে একটি শপিং ব্যাগভর্তী ১০ হাজার ইয়াবাসহ এক নারীকে আটক করে।
সে সাবরাং ইউনিয়ন ৬নং ওয়ার্ড মৃত হোছাইন আহমদ’র বিধবা স্ত্রী রাবিয়া বেগম (৩৫)।
অভিযানের সতত্য নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন্স) সিনিয়র এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।
আটক নারী মাদক কারবারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়ের করে জব্দকৃত ইয়াবাসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-