নিজস্ব প্রতিনিধি •
টেকনাফে হাবিব নামে এক নরপশু লম্পট চিপস খাওয়ানোর লোভে ফেলে ৬ বছর বয়সি এক অবুঝ শিশুকে ধর্ষণ করেছে।
৪ সেপ্টেম্বর (শনিবার) দুপুর ১টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়ন রাসুলাবাদ পাহাড়ি জনপদ (হামজার ছড়া) নামক এলাকার ন্যাক্কারজনক এ ঘটনাটি সংঘটিত হয়েছে।
এদিকে ধর্ষক হাবিবুর রহমান ওরফে হাবিব (৫০)কে স্থানীয় জনতার সহযোগীতায় আটক করতে সক্ষম হয়েছে পুলিশ।
আটক লম্পট একই এলাকার মৃত ছবিউর রহমান’র পুত্র। ভিকটিমকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
স্থানীয়দের সুত্রে জানাযায়, শিশুটিকে খেলারত অবস্থায় আটক নরপশু ১০টাকা দামের একটি চিপস খাওয়ানোর লোভে পেলে ফুসলিয়ে চিপস খাওয়ার জন্য একটি ১০ টাকার নোট শিশুটির হাতে দিয়ে পার্শ্ববর্তী গ্যারেজের অটোরিক্সার উপর তুলে ধর্ষণ করে পালিয়ে যায়।
এরপর দুপু্র ২টার দিকে ভিকটিমের পরিবার এই ঘটনা অবহিত হওয়ার পর শিশুটির অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় টেকনাফ থানা পুলিশকে খবর দেয়।
অবশেষে রাত ৮টার দিকে থানায় কর্মরত এসআই রফিকুল ইসলাম’র নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় জনতার সহযোগীতায় অভিযুক্ত নরপশু ধর্ষককে আটক করে।
এরপর ডাক্তারী পরীক্ষার জন্য ভিকটিমকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে যায়।
এব্যাপারে টেকনাফ মডেল থানার (ওসি) মো. হাফিজুর রহমান জানান, এই ন্যাক্কারজনক ঘটনাটি খবর পেয়ে পুলিশ ধর্ষক হাবিবকে আটক করেছে।
ভিকটিমের পরিবার বাদি হয়ে অভিযুক্ত ধর্ষকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করেছে বলে জানান তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-